কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালে কর্মী ছাঁটাই প্রতিষ্ঠানের নেতৃত্বে সমবেদনার অভাব: রতন টাটা

করোনা মহামারির মধ্যে কর্মী ছাঁটাই করা প্রতিষ্ঠানের নেতৃত্বে সমবেদনার অভাব সুস্পষ্ট করেছে বলে ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি অভিযোগ করেছেন বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত প্রকাশ করেছেন। সংবাদ ওয়েবসাইট ‘ইওর স্টোরি’তে দেওয়া এক সাক্ষাতকারের বরাতে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে। সাক্ষাতকারে রতন টাটা বলেন, ‘এই মানুষগুলি তোমার জন্য কাজ করেছেন। নিজেদের গোটা কর্মজীবন তোমার জন্য তাঁরা ব্যয় করেছেন। আর আজ তাঁদেরই তুমি বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বের করে দিলে। নিজের কর্মীদের প্রতি এই আচরণই কি তোমার নৈতিক সংজ্ঞা?’ রতন টাটার টাটা গ্রুপ ব্যতিক্রম হলেও ভারতে বহু সংস্থা কোভিড মহামারীর কারণে আয় কমে যাওয়ার যুক্তি দেখিয়ে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে। তুলনায় উচ্চপদস্থ আধিকারিকদের ২০% বেতন ছাঁটলেও বিরাট লোকসান হজম করেও কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটেনি টাটা গ্রুপ-এর অধীনস্থ কোনও সংস্থা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন