‘দর্শকবিহীন ম্যাচ হলে তা হবে আমাদের জন্য হতাশার’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৭:১১
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যে চারটি ম্যাচ বাকি বাংলাদেশের, তিনটিই ঘরের মাঠে। এর মধ্যে আছে ভারতের বিপক্ষে ম্যাচও। তৃতীয়বারের মতো নিয়োগ পাওয়া ইংলিশ কোচ জেমি ডে বরারবরই বলে আসছেন, বাকি ম্যাচগুলো থেকে কিছু পয়েন্ট পাওয়া লক্ষ্য তার। একটি জয় পেলে সেটা হবে দারুণ। তবে কোচ এখনো নিশ্চিত নন যে, অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে ফিফা দর্শক আসার অনুমতি দেবে কি না।
যদি না দেয়, সেটা চরম হতাশার হবে বলে ফিফার ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ কোচ। ‘আগের ম্যাচগুলোতে দর্শকরা আমাদের দারুণভাবে উজ্জীবিত করেছে। এখন আমাদের তিনটি ম্যাচ যদি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়, তা হবে দুর্ভাগ্যের।