মহামারীকালে সৃষ্টিশীলতায় দৃষ্টি কাড়ছেন অপূর্ব

চ্যানেল আই প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৫:২১

এই মহামারীর কালেও কবিতা আর গানে অনন্য সময় কাটছে কবি, সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মার। করোনা মহামারীর অবসরকে নিজের সৃষ্টিশীলতা বিকাশের অনন্য সুযোগ হিসেবেই নিয়েছেন সিলেটের এই কবি।

জাগো মানুষ, শুনতে পাও শিশুর কান্না, আলো আসবেই, মানুষ বড় অসহায় এবং কাটবে আধারসহ মোট ২০টি কবিতা এই করোনাকালে সৃষ্টি করেছেন অপূর্ব। তার লেখা কবিতা ‘দেখা হবে মিলনও মোহনায়’ আবৃত্তি করেছেন দেশের ১৫ জন নামকরা আবৃত্তি শিল্পী ও লেখক। যেটি প্রচারিত হয়েছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারী টেলিভিশন- চ্যানেল আইতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও