![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/24/1f6a7e561d78bb2e411fe6b602f7c7a1-5f1a89abed1e2.jpeg?jadewits_media_id=680077)
পান চাষে করোনার থাবা
এবার পানের উৎপাদন ভালো ছিল। এরপরও লোকসানের মুখে রাজশাহীর পানচাষিরা। করোনাভাইরাসের কারণে বেচাকেনা সীমিত হওয়ায় পান বিক্রি করে আসল খরচ ওঠানো যাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিধফতর সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় পান চাষের সঙ্গে জড়িত আছেন ৬৯ হাজার ২২৮ জন কৃষক।
এবার চার হাজার ৩১১ হেক্টর জমিতে পান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮ হাজার ৯৭৬ মেট্রিক টন। গড়ে ৪০ টাকা বিড়া ধরে এক টন পানের দাম দাঁড়ায় এক লাখ ৬০ হাজার টাকা। রাজশাহীতে বছরে গড়ে ১১০০ কোটি টাকার পান বেচাকেনা হয়।জানা গেছে, রাজশাহীর মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় সবচেয়ে বেশি পান উৎপাদন হয়।