লকডাউনে ঘরটাকেই স্টুডিও বানিয়েছেন ত্বিষা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ১৮:১৮
সায়ন্তনী ত্বিষা একের ভেতর অনেক বলতে যা বোঝায়, তাই। তাঁর অনেকগুলো পরিচয়ের একটি তিনি সংগীতশিল্পী। লকডাউনে থেমে নেই কোনো কিছু। ঘরে থেকেই চলছে অফিস, সেই সঙ্গে সমানতালে চলছে গান। এমনকি ঘরে থেকেই সুন্দরভাবে অ্যালবাম আর ব্যান্ডের কাজ চালিয়ে নিতে কিনে ফেলেছেন ফুল অডিও সেটআপ। তাই ঘরটাই এখন রেকর্ডিং স্টুডিও।ত্বিষাদের ব্যান্ডের নাম আনসার্টেইনিটি প্রিন্সিপাল। এখানে রবীন্দ্রনাথ থেকে মাইকেল জ্যাকসন—সবার গান গাওয়া হয়। ‘ডায়িং লাইট’ শিরোনামে ইংরেজি ভাষায় নিজেদের প্রথম মৌলিক গানও বের করেছে এই ব্যান্ড। ব্যান্ডের ভোকাল ত্বিষা, গিটারিস্ট তাহমিদ, বেজ এ মিশু আর ড্রাম বাজান হৃদয়।