পিসিবির সঙ্গে শুধু শত্রুতা? সমর্থনও দিয়েছে ভারতীয় বোর্ড
টি–টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর–অক্টোবরে আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গুঞ্জন চলছে শুধু আইপিএল আয়োজন করতেই টি–টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার চাপ সৃষ্টি করেছিল বিসিসিআই। শেষ পর্যন্ত বিশ্বকাপ পিছিয়ে নেওয়া হয়েছে। এটুকু নিশ্চিত যে এ বছর আর টি–টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। আইপিএলের কথা ভাবলে সে ক্ষেত্রে বিসিসিআইয়েরই তো লাভ। ভীষর্ণ অর্থকরি এ টুর্নামেন্ট আয়োজন করে দু–পয়সা ঘরে তুলতে পারবে ভারতীয় বোর্ড। কিন্তু বিসিসিআই কি শুধু তাঁদের লাভেরই কথাই ভেবেছে?
বাসিত আলীর ভাষ্য, না। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও বিসিসিআই তাদের প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কথাও ভেবেছে। পাকিস্তানে নির্দিষ্টসূচি মেনে টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল হোক, সেটা বিসিসিআইয়েরও চাওয়া। নিজের ইউটিউব চ্যানেলে এমন কথাই বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.