বিরল প্রজাতির ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

যুগান্তর বোয়ালমারী প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ১৪:৪১

ফরিদপুরের বোয়ালমারী থেকে বিরল প্রজাতির ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার আঁধারকোঠা এলাকার মকলুকার রহমানের ছেলে ফয়সাল মতিন সিজু ধনেশ পাখিটি সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং ফরেস্টার আবু বকর সিদ্দিকীর নিকট হস্তান্তর করেন। একটি অঙ্গীকারনামার মাধ্যমে পাখিটি হস্তান্তর করা হয়। অঙ্গীকারনামায় ফয়সাল মতিন উল্লেখ করেন, গত চার মাস আগে ধনেশ পাখির বাচ্চাটি এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন তিনি।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইন না জানার কারণে তিনি পাখিটি ক্রয় করেন। পরে এ আইন সম্পর্কে জানতে পেরে প্রশাসনের কাছে পাখিটি হস্তান্তর করেন। ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার আবু বকর সিদ্দিক বলেন, ধনেশ একটি বিরল প্রজাতির পাখি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও