![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/07/23/kim-kanye-reuters-230720-01.jpg/ALTERNATES/w640/kim-kanye-reuters-230720-01.jpg)
স্বামীর মানসিক অবস্থা নিয়ে কিম কার্ডাশিয়ান
বুধবার কার্ডিশিয়ান ইন্সটাগ্রামে লেখেন, “অনেকেই হয়ত জানেন কানইয়ে’র ‘বাইপোলার’ অসুখ রয়েছে।” রয়টার্স, বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই আমেরিকান মডেলের ইন্সটাগ্রামের পোস্ট নিয়ে খবর প্রকাশ করে। কার্ডিশিয়ান আরও লেখেন, “যাদের এই অসুখ আছে বা যাদের প্রিয় মানুষ এই অসুখে ভুগছেন তারই জানেন- বোঝার জন্য এটা কতটা জটিল এবং কষ্টদায়ক।”