এত বিষবৃক্ষ বাড়ে কিভাবে
বাংলাদেশের সমাজ যে নীতিনৈতিকতা ও সুস্থ মূল্যবোধের বিচারে কী অবস্থায় পৌঁছেছে, গত কয়েক বছরের আমলনামা থেকে তা স্পষ্ট। গণমাধ্যম, বিশেষত সংবাদমাধ্যমের কল্যাণে সামাজিক অবক্ষয়ের চিত্রচরিত্রের সঙ্গে আমরা পরিচিত হতে পারছি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রতারণা, জালিয়াতি থেকে শুরু করে কি না ঘটছে সমাজে। কিছুদিন থেকে এর বাড়বাড়ন্ত রাজকীয় কায়দায় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে। বাস্তবিকই ‘সম্রাট’ নামক যুবনেতা যখন অফিসে তখন নিচে সশস্ত্র অশ্বারোহীর বদলে শখানেক সশস্ত্র মোটরসাইকেল আরোহী তার নিরাপত্তায় নিয়োজিত। দৈনিক পত্রিকাগুলোর সরস বয়ানপাঠে কেউ অবাক হয় না। যেন এমনটাই স্বাভাবিক।