![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/13/e3c7059bf6345b922336ff64b3ca0ce1-sunamgonj.jpg?jadewits_media_id=588004)
আগামী দুদিন আরও বৃষ্টি ও ঢল নামবে সুনামগঞ্জে
ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছ। এর ফলে জেলার সব কটি উপজেলা ও পৌরসভা আবার বন্যাকবলিত হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলা শহরের সঙ্গে চারটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।