কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা পরিস্থিতিতেও বসে নেই দিনাজপুরের ৪ লাখ ৮০ হাজার কৃষক

যুগান্তর বিরল প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১৯:৪০

‘করোনা পরিস্থিতি চলিলেও হামাক তো আর বসি থাকিলে চলিবে নায়। হামেরা বসি থাকিলে খামো কি? আর দেশের মানুষেই বা খাবে কি? এই তানে হামাক আবাদ করিবায় হবে। তাহালে হামরাও ভালো থাকিমো, আর দেশের মানুষেরও অন্তত খাবারের অভাব হবে নায়।’দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়া গ্রামের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সফল কৃষক মো. মতিউর রহমান মঙ্গলবার আমন রোপণ শুরু করার পর এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন যুগান্তরের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও