![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/07/17/5f8195942732c8d77c188133bb19d637-5b4db00ba1099.jpg?jadewits_media_id=1344196)
আলোচিত সাংসদ সেলিনা ইসলামকে দুদকের জিজ্ঞাসাবাদ
মানব ও মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে কারাবন্দী সাংসদ মো. শহিদ ইসলামের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম ও তাঁর বোন জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।