![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpapul-20200722144952.jpg)
পাপুল দ্বৈত নাগরিক কি-না জানতে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব আছে কি-না, তা জানতে চেয়ে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (২২ জুলাই) কুরিয়ারযোগে চিঠিটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।