![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F22%2Fnatore_5_arrest.jpg%3Fitok%3DLOIKwmRX)
যানবাহনে আলাপ করে প্রতারণা চক্রের ৫ সদস্য আটক
যানবাহনে আলাপ-পরিচয়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করে সুযোগ বুঝে আটকে রেখে অশ্লীল ছবি তুলে টাকা আদায় করাই ছিলে তাদের মূল কাজ। এমনই এক চক্রের নারী সদস্যসহ পাঁচজনকে আটক করেছে নাটোর জেলা পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত ১৪ জুলাই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী এক ইলেকট্রনিক ব্যবসায়ী মিজানুর রহমানের সঙ্গে বাসে পরিচয় হয় শরিফা আক্তার সাথী নামের এক নারীর। পরে ফোনে কথোপকথনের একপর্যায়ে ওই ব্যবসায়ীকে নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামে ডেকে নিয়ে মারধর এবং অশ্লীল ছবি তুলে জিম্মি করে দুই লাখ ১০ হাজার টাকা আদায় করে। ওই ব্যবসায়ীর অভিয
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে