কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শরীয়তপুর বন্যা পরিস্থিতির অবনতি, মহাসড়কে যান চলাচল বন্ধ

শরীয়তপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়ে বন্যার পানিতে ভাসছে শরীয়তপুরের ৪টি উপজেলার কমপক্ষে ৫০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা। শরীয়তপুর-ঢাকা মহাসড়ক তলিয়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত ৬দিন ধরে শরীয়তপুর-ঢাকা ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে শরীয়তপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে শরীয়তপুরগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেটে ও নৌকা ট্রলার যোগে পার হয়ে যাতায়াত করছে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য চরম দুর্ভোগ পোহাতে হবে। এ দিকে বন্যার পানিতে হাজার হাজার পুকুরের মাছ ভেসে গেছে। কোটি কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে বাড়ি ঘর ও রাস্তা ঘাট। পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে ৩৫ হাজার পরিবার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন