দুই প্রতিষ্ঠানের টানাটানিতে সেবা বঞ্চিত রোগীরা
নারায়ণগঞ্জের সদর উপজেলার জালকুড়িতে অবস্থিত মা ও শিশু সেবা কেন্দ্রটি দীর্ঘ ২৮ বছর ধরে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভবনটি নিয়ে দুটি প্রতিষ্ঠানের টানাটানিতে কেউই ঠিকমতো নিজেদের কাজ করতে পারছে না। মূলত দুটি প্রতিষ্ঠান এই ভবনে মা ও শিশুদের সেবা প্রদান করায় কেউই তাদের অবস্থান ত্যাগ করতে রাজি নন। ফলে দীর্ঘ ২৮ বছরেও স্বাস্থ্য কেন্দ্রটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া।
ভবনটিতে নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ তাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ চালিয়ে যাচ্ছে। একই ভাবে বর্হিবিভাগে দীর্ঘদিন রোগী দেখে যাচ্ছেন মাতৃ– শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা। প্রতিদিন ২ ঘণ্টা সময় দিয়ে তারা নিজেদের একটি শাখা চালিয়ে নিচ্ছেন। অপরদিকে পরিবার পরিকল্পনা বিভাগ পুরো অফিসিয়াল টাইম জুড়েই চালিয়ে নিচ্ছেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ।