কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিটনের বাসা ও টু-লেটের ভেংচি

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১০:২৬

লিটন এখন আক্ষরিক অর্থেই পথে বসে গেছে। তিন মাস দোকান বন্ধ। রোজগারপাতি নাই। ট্যাঁকের টাকা ভেঙে খেতে হয়েছে। ওদিকে দোকান বন্ধ থাকলেও ভাড়া মাফ পায়নি। শেষে আর কুলিয়ে উঠতে পারেনি সে। দোকান ছেড়ে দিয়েছে।

এক্কেবারে আনকোরা একটা দা নিয়ে ভ্যানের ওপর রাখা ডাবে কোপ বসাচ্ছিল লিটন। কোপ ঠিকমতো বসছিল না। এই কাজে সে নতুন। আনাড়ি হাত এখনো ডাব কাটায় অভ্যস্ত হয়নি। ‘কী রে লিটন, খবর কী?’—ভুরু নাচিয়ে জিজ্ঞেস করতেই সে কোপ বসাতে বসাতে আসিফ আকবরের ‘এত কষ্ট মেনে নেয়া যায় না’ গানটার প্যারোডি সুরে গেয়ে উঠল, ‘এত কষ্ট ভ্যানে নেয়া যায় না, ভ্যানে নেয়া যায় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও