নিউইয়র্ক থেকেই নির্মাণে ফিরলেন হিমেল, সঙ্গে তাহসান-মোনালিসা

সমকাল প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১০:২৬

‌‘সুলতানা বিবিয়ানা' ছবির নির্মাণ করে মুন্সিয়ার পরিচয় দিয়েছেন নাট্যনির্মাতা হিমেল আশরাফ। এই নির্মাতা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন আমেরিকাতে। ফলে দীর্ঘদিন ধরেই ক্যামেরার সঙ্গে দূরত্ব তার। নির্মাণ করছিলেন না নাটক সিনেমা।  সে বিরতি ভাঙল এবার। আমেরিকাতেই ঈদুল আজহার জন্য নির্মাণ করলেন নাটক। তাতে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। বিপরীতে আছেন মোনালিসা। নাটকটির নাম ‘দেখা হবে’। মুনতাহা বৃত্তার রচনায় নাকটি ঈদে আর টিভিতে প্রচার হবে বলে জানালেন নির্মাতা।

গত ১৭ জুলাই থেকে  নিউয়র্কের ম্যানহাটান, লং আইল্যান্ড, কোনী আইল্যান্ড, ডাম্বো, কুইনস ভিলেজ এবং টাইমস স্কয়ারে ধারণ করা হয়েছে নাটকটির শুটিং। টানা তিনদিন শুটিং হয় নাটকটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত