তৈরি পোশাকের নতুন বাজার খুঁজতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসের মহামারির ফলে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রপ্তানি আয়ের বর্তমান ধারা বজায় রাখার লক্ষ্যে ইউরোপে তৈরি পোশাকের বাজার ধরে রাখার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন । তিনি এর পাশাপাশি বাজার খুঁজতে ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ইউরোপের ১২ টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এ আহ্বান জানান। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে নতুন নতুন শ্রম বাজার খুঁজতে সেখানে কর্মরত রাষ্ট্রদূতদের অনুরোধ জানান। তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রনোদনা প্যাকেজসহ বিভিন্ন পদক্ষেপ স্বস্ব দেশের সরকার ও প্রবাসীদের অবহিত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দেন। বহি:বিশ্বে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণার বিষয়েও রাষ্ট্রদূতদের সতর্ক থাকার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।