![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/hospital-water-225295.jpg)
রাজধানীর শিশু হাসপাতালে হাঁটু পানি
দুদিনের টানা বৃষ্টিতে হাঁটু পানি রাজধানীর শিশু হাসপাতালের ভেতরে। দীর্ঘদিনের এ সমস্যার কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে আসা রোগী-স্বজন সবাই। রাস্তার পাশের ড্রেনের ভেতর ময়লা জমে থাকায় পানি উপচে হাসপাতালের ভেতরে জমা হচ্ছে। কর্তৃপক্ষ বিষয়টি জানলেও বরাবরই সমস্যা সমাধানে উদাসীন। অসুস্থ শিশুকে দেখিয়ে বের হয়ে আসতেই হাঁটু জলে বিপাকে পড়েছেন এক মা। দৃশ্যটি নগরীর শেরে বাংলা নগরের শিশু হাসপাতালের।