করোনার প্রভাবে কিশোরগঞ্জের পত্রিকা হকার-এজেন্টদের দুর্দিন চলছে

ঢাকা টাইমস কিশোরগঞ্জ প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১৩:২১

কিশোরগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পত্রিকা হকার-এজেন্টদের চরম দুর্দিন চলছে। আগের মতো করে পত্রিকা বিক্রি না হওয়ায় অর্থের যোগান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাই পত্রিকার এজেন্টরাও এখন অন্য পেশায় ধাবিত হচ্ছেন। কিশোরগঞ্জ জামিয়া বিল্ডিংয়ে অবস্থিত পত্রিকা ঘরের স্বত্বাধিকারী সাদেক মুকুল বলেন, ‘আমি গত ৩০ বছর যাবৎ পত্রিকার এজেন্সি পরিচালনা করে আসছি।


করোনাকালে আমার ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে অধিকাংশ গ্রাহক পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে। বকেয়া বিল পড়ে আছে, আদায় হচ্ছে না। এতে হকাররাও খুবই অসহায় হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘পত্রিকা ব্যবসা সীমিত করে এখন আমার ঘরে কাপড়ের ব্যবসা দিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও