বলিউড বাদশাহ শাহরুখ খানের দুহাত ছড়িয়ে দেয়া সিগনেচার সারা বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। প্রথম ব্লকবাস্টার ‘বাজিগর’ থেকে সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’- সব ছবিতেই কিং অব রোমান্সের এই বিশেষ পোজ দেখে আপ্লুত দর্শক। শাহরুখের সেই পোজকেই দূরত্ব মাপার একক হিসেবে ব্যবহার করছে ভারতের আসাম প্রশাসন।
একটি ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যায়, শাহরুখের মুখে সাদা মাস্ক, দুহাত দুপাশে ছড়ানো। কিং খানের এই ছবিতে আপাতত গোটা আসাম ছয়লাপ। হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ ঠেকাতে কতখানি দূরত্ব বজায় রাখতে হবে, মানুষকে তা বোঝাতে শাহরুখের হাত ছড়ানো ওই পোজের ছবির সাহায্য নিচ্ছে আসাম সরকার। যারা বুঝতে পারছেন না ছয় ফুট দূরত্ব ঠিক কতখানি, তাদের ত্রাতা খান সাহেবের ওই সিগনেচার পোজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.