কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেল যাবেন না কোথাও

প্রথম আলো প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১২:০২

গ্যারেথ বেল যাচ্ছে না কোথাও। রিয়াল মাদ্রিদের ডাগআউটে (বর্তমানে গ্যালারি) বসে থাকতে থাকতে শরীরে মরচে পড়ে যাওয়ার দশা, লিগের শেষ ম্যাচে তো তাঁকে ২২ জনের স্কোয়াডেই রাখেনননি জিনেদিন জিদান। মৌসুমের শুরু থেকেই গেলকে দলে পাওয়ার ব্যাপারে অনিচ্ছা জানিয়েছেন জিদান। তবু ক্লাব ছাড়বেন না বেল। বসে থেকেই দরকার হলে দুই বছর কাটিয়ে দেওয়ার পরিকল্পনা তাঁর! সরাসরি এমন কিছু বলেননি বেল। কিন্তু তাঁর এজেন্ট যা বলেছেন, তার সোজা বাংলা এটাই হয়।

করোনাবিরতির পর ১১ ম্যাচে মাত্র দুবার নামতে পেরেছেন। শেষ ছয় ম্যাচে একবারও না। এর মধ্যে তো এক ম্যাচে পাঁচ বদলি নেমে যাওয়ার পর ঘুমানোর ভান করেছেন বেল। এ মৌসুমে ২০ বার মাঠে দেখা গেছে তাঁকে। অবশ্য সুযোগগুলো কাজে লাগাতে পেরেছেন এটাও বলা যাচ্ছে না। মাত্র ৩ গোল করেছেন। ফলে তাঁকে দলে না নেওয়ার যুক্তি হাতের কাছেই পাচ্ছেন জিদান। এমন অবস্থায় ক্লাব ছেড়ে দেওয়ার কথাই ভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও