পরামর্শ : পরীক্ষাভীতি দুর করতে করণীয়
সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১১:০২
শিক্ষা জীবনে ফাইনাল পরীক্ষাসহ শিক্ষার্থীদের ক্লাসেও প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। পরীক্ষার ভীতি কম বেশি সব শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। এই পরীক্ষা ভীতি দুর করার কিছু করণীয় দিক তুলে ধরা হলো-বছরের প্রথম থেকেই নিয়মিত পড়াশোনা করা : সারা বছর না পড়লে পরীক্ষার পূর্বে লেখাপড়ার প্রচন্ড চাপ পড়ে। তাই পরীক্ষাভীতিকে এড়াতে হলে বছরের প্রথম থেকেই নিয়মিত পড়াশোনা করতে হবে।
ক্লাসে উপস্থিতি ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ : নিয়মিত ক্লাস করতে হবে। এতে পড়াশোনার সাথে যোগাযোগ থাকবে। নিয়মিত ক্লাস করলে পরীক্ষার প্রশ্ন ঘুরিয়ে আসলেও উত্তর দেয়া সম্ভব। অভ্যন্তরীণ পরীক্ষায়ও অংশগ্রহণ করতে হবে। ফলে পরীক্ষা দেয়ার চর্চা আগে থেকেই থাকবে। এতে পরীক্ষাকে স্বাভাবিক মনে হবে।