![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/21/e9a3c1bfdffb299c9e5ab78972df59e7-5f1666579b9ce.jpg?jadewits_media_id=1548450)
নতুন নকশার নতুন পাঞ্জাবি
প্রথম আলো
প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ০৯:৪০
ঈদুল আজহা সামনে। সাধারণত এই ঈদে ফ্যাশন বাজারের রকমারি পোশাকের সংগ্রহ দেখা যায় না। তবুও অনেকেই কেনেন নতুন পাঞ্জাবি। করোনাকাল এখনো আছে, তবু ঈদুল ফিতরের চেয়ে শপিং মল আর দোকানপাট খুলেছে বেশি। আর ফ্যাশন হাউসগুলোর অনলাইন বেচাকেনা তো চলছেই। ফ্যাশন হাউসগুলোতে নতুন নকশার পাঞ্জাবি এসেছে। আবহাওয়ার কথা মাথায় রেখে সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির সংগ্রহই বেশি দেখা যাচ্ছে সেখানে।