করোনায় জীবনতরির হাল ধরেছে যে কিশোরেরা
এই মাআআআছ, দেশি মাআআছ’, ‘মুগরিইই লাগে মুরগিই’, ‘লাগে ছাইইই’। প্রতিদিনের জীবনযাপনে এগুলো শহরবাসীর কাছে খুব পরিচিত হাঁকডাক। চেনা কণ্ঠস্বরের এই ডাকে মুখরিত হয় প্রতিদিনের শহুরে সকাল। কিন্তু করোনাকালে ফেরিওয়ালাদের এই পরিচিত হাঁকডাকে যোগ হয়েছে অনেক অপরিচিত কণ্ঠস্বর।
খেয়াল করলেই দেখা যায়, সুর-তাল-লয়-ছন্দে একেবারে অনভিজ্ঞ ও আনকোরা কিছু মানুষ রাস্তায় নেমেছে ফেরি করে জিনিসপত্র বিক্রি করতে। এই নতুন মানুষ কারা? খোঁজাখুঁজি করতে জানা গেল এক নতুন তথ্য। করোনাকালের বিপর্যস্ত অর্থনীতিতে নিম্নবিত্ত অনেক পরিবারের হাল ধরেছেন কিশোর কিংবা সদ্য তরুণ সদস্যরা।