![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/07/21/0639422257465_kalerkantho-2020-21-pic-7.jpg)
৭ বছরের শিশু এক বছরে কোরআনে হাফেজ
মাত্র এক বছরে হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছে সাত বছর বয়সী এক শিশু। ইরানের কোম প্রদেশের মেয়ে কাউসার আসেম আবাদি। সে ‘নুরুল্লাহ’ নামক স্থানীয় একটি মাদরাসায় পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ২০১৯ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২০ সালের এপ্রিলে হিফজ শেষ করে। কোমের হাফেজদের মধ্যে কাউসার আসেম আবাদিই সর্বকনিষ্ঠ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কোরআন
- হাফেজ