বচ্চন পরিবারের দ্বিতীয় করোনা পরীক্ষা বুধবার
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে খবরের শিরোনামে আসেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। প্রথমে অমিতাভ ও তাঁর সন্তান অভিষেক বচ্চনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। ফলে তাঁদের মুম্বাইয়ের ননবতী হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। পরবর্তীতে অমিতাভের পুত্রবধূ ও অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যাও করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার (১৭ জুলাই) তাঁদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, অমিতাভ ও অভিষেকের হাসপাতালে ভর্তির সপ্তাহ পেরিয়েছে এরই মধ্যে। তাঁরা এখন ভালো আছেন ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অন্যদিকে ঐশ্বরিয়ার সিটি স্ক্যান রিপোর্টে সবকিছু