![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/10/417b8aa0bc9c7a4d9ab5d92c5663b535-5e90185e91f15.jpg?jadewits_media_id=1524473)
হাসপাতালে করোনা রোগীদের প্রকৃত সংখ্যা অজানা
দেশে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ঠিক কতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেই তথ্য পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর শুধু করোনার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে কত রোগী ভর্তি, সেটি জানাচ্ছে। কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালে এখন অনেক করোনা রোগী চিকিৎসাধীন। তাঁদের তথ্য জানাচ্ছে না অধিদপ্তর।
করোনার চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে এখন শয্যা আছে ১৪ হাজার ৭২০টি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব হাসপাতালে গতকাল শনিবার ভর্তি ছিলেন ৪ হাজার ৪০৩ জন, যা মোট রোগীর মাত্র ৪ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ, ৭২ শতাংশ শয্যাই খালি পড়ে ছিল।