বিস্ময়ের রবিবার, খালি চোখে দেখা যেতে পারে পাঁচ গ্রহ!
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ০১:০৮
মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড একটি বিরাট রহস্য। এর নানা রহস্য ভেদ করতে অনবরত গবেষণায় মগ্ন বিশেষজ্ঞরা। মহাবিশ্বে নানা সময়ে ঘটে যাওয়া নানা বিস্ময়কর ঘটনা টেলিস্কোপের মাধ্যমে নতুবা খালি চোখে দেখেন বিশ্ববাসী। এবার রবিবার এক বিস্ময় দেখতে পারবেন বিশ্ববাসী।
ওই দিন পাঁচটি গ্রহ আকাশে দেখা যাবে। দাবি করা হচ্ছে, রবিবার চাঁদের সঙ্গে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ দেখা যাবে। মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যম সিনেটকে জানান, সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে।
- ট্যাগ:
- লাইফ
- জটিল
- প্রযুক্তির বিস্ময়
- উপভোগ
- খালি চোখে