ঈদের বাকি আছে অল্প কয়দিন। মানুষ ছুটছে নিউমার্কেটে, তাই উপচে পড়া ভিড়। নিউমার্কেটে লোক সমাগমের পাশাপাশি স্বাস্থ্যবিধি নিয়ে মাথা ব্যাথা নেই কারও। মাস্ক ছাড়াই ঘুরছে ক্রেতা, দোকানিরাও কিছু বলছে না। স্বাস্থ্যবিধির চেয়ে বিক্রির দিকে দৃষ্টি বেশি দোকানির, ক্রেতার মাথা ব্যাথা সব দরদাম নিয়ে। নিউমার্কেটে ক্রেতার সমাগমে গাউসিয়া থেকে এলিফ্যান্ট রোডের দিকে রীতিমত জ্যাম লেগে থাকতে দেখা যায়।
শনিবার (১৮ জুলাই) নিউমার্কেট এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা যায়।দেশে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে আজ। এর আগে ১ লাখ ছাড়াতে সময় লেগেছিল ১০৩ দিন আর পরের এক লাখের কাছাকাছি যেতে সময় লেগেছে মাত্র ৩১ দিন। প্রতিদিনের গড় তথ্য বলছে পরবর্তী ১ লাখ ৩২ দিনে ছাড়িয়ে যাবে। করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.