প্রচুর ক্রেতা চাহিদাসহ অল্প খরচ আর স্বল্প পরিশ্রমে লাভজনক হওয়ায় লটকন চাষে আগ্রহ বাড়ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চাষিদের। কয়েক বছর আগেও পাশের জেলা নরসিংদীতে লটকনের চাষাবাদ হলেও, কুলিয়ারচরের চাষিদের মধ্যে এই সুস্বাদু ফলটির আবাদ নিয়ে তেমন কোনো আগ্রহই ছিল না এখানকার লোকজনের মধ্যে। কিন্তু ব্যাপক ক্রেতা চাহিদা আর অনেক মুনাফা দেখে কয়েক বছর ধরে এখানকার চাষিরাও লটকনের আবাদ শুরু করে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ আর সহযোগিতায় লাভজনক এই ফলটি চাষ বর্তমানে এখানে বেড়েই চলছে। বর্তমানে দেশের শহর-বন্দর আর গ্রাম-গঞ্জের সুস্বাদু আর মুখরোচক ফলের নাম লটকন। ছেলে-বুড়ো সবার কাছেই ফলটির ব্যাপক কদর। তাই এর বাজারদরও
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.