![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fopi-20200718135452.jpg)
বিকেএসপিতেই আছে আগামী দিনের সাকিব-মুশফিক!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৩:৫৪
এরই মধ্যে অধিনায়ক মাশরাফি সরে দাঁড়িয়েছেন নেতৃত্ব থেকে। তামিম ইকবালের ওপর বর্তেছে দল পরিচালনার গুরু দায়িত্ব। একদিন আসবে, যেদিন বাংলাদেশকে খেলতে হবে ‘পঞ্চপান্ডব’ ছাড়া। কেননা মাহমুদউল্লাহ, সাকিব, তামিম, মুশফিকের সবার বয়সই ত্রিশের ঘরে। ফিটনেস লেভেল ঠিক থাকলে আর ফর্ম ধরে রাখতে পারলে হয়তো ২০২৩ এর বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন। কিন্তু স্বাভাবিক নিয়মে তারপর খেলা কঠিন হবে। ততদিনে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেনরা আরও পরিণত হয়ে উঠবেন। সঙ্গে বিশ্বজয়ী যুব দল থেকে আকবর আলী, পারভেজ ইমন, মাহমুদুল হাসান, রাকিবুল হাসান, শরিফুলরাও নিশ্চয় উঠে আসবেন।