‘স্বাভাবিক জীবনে নতুন করে অভ্যস্ত হতে হচ্ছে’
ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকার নামী-দামি পার্লারসহ পাড়ামহল্লার পার্লারগুলো ঘুরে দেখা গেছে, ভিন্ন ভিন্ন চিত্র। মহল্লার পার্লারগুলোতে কোনও ধরনের সুরক্ষা ব্যবস্থা নেই। বরাবরের মতো এগুলোতে নারীরা আসছেন এবং সেবা নিয়ে চলে যাচ্ছেন। সাধারণত মহল্লার পার্লারের আকার-আকৃতি ছোট ও ধারণ ক্ষমতাও কম। একসঙ্গে তিন জনের বেশি কাস্টমারকে সেবা দিতে সক্ষম নয়। কারণ, মাত্র দুই-তিন জন প্রশিক্ষিত কর্মচারীর মাধ্যমে সেবা দেওয়া হয়ে থাকে। তবে নামী পার্লারগুলোতে দেখা যায়, গেটের বাইরেই শরীরের তাপমাত্রা মাপাসহ সবধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।