![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020July/sm/Smbg20200718091440.jpg)
অনলাইনে যেভাবে কোরবানির পশু কিনবেন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ০৯:১৪
ঢাকা: করোনা পরিস্থিতিতে এবারের কোরবানির পশু অনলাইনে বিকিকিনি করতে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে নিরাপদে পশু কেনার পর জবাই করে মাংস পাওয়া যাবে হোম ডেলিভারিতেও। তেমনি কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে কীভাবে পশু কেনা যাবে তা জেনে নেওয়া যাক।