
পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন সোনু
করোনাকালের শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সোনু সুদ। সংকটে থাকা ভারতের অভিবাসী শ্রমিকদের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে তাঁর ভূমিকা নজর কাড়ে সবার। এ ছাড়া বন্যাদুর্গতদের পাশেও সহায়ক ভূমিকায় দেখা গেছে তাঁকে। এবার তিনি ভারতের মহারাষ্ট্র পুলিশকে দিয়েছেন ২৫ হাজার ফেস শিল্ড। ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মহারাষ্ট্র পুলিশের প্রতি সোনুর এই মহানুভবতার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এই তথ্য জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ হাজার ফেস শিল