![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Farrested-bg-20200717005146.jpg)
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান স্বাক্ষরিত চেক বইসহ গ্রেফতার ২
সাভারের আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত চেক বইয়ের পাতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
এর আগে বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১-এর একটি দল। গ্রেফতাররা হলেন-রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী (৬১) এবং তার গাড়ির চালক মাহমুদুল হাসান (৪০)।