রিজেন্টকে দামি যন্ত্রপাতি দিয়েছিল সরকারই, এখন খোঁজ পড়েছে
সরকারি হাসপাতালের জন্য কেনা প্রয়োজনীয় ও ব্যয়বহুল যন্ত্রপাতি গিয়েছিল রিজেন্ট হাসপাতালে। এখন সেগুলোর খোঁজ পড়েছে। যন্ত্রপাতিগুলো ফিরিয়ে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) বা কেন্দ্রীয় ঔষধাগার। স্বাস্থ্যের যাবতীয় কেনাকাটা করার দায়িত্ব সিএমএসডির।
সরকারের সঙ্গে করা চুক্তিকে পাত্তা না দিয়ে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও চিকিৎসা দেওয়া এবং নমুনা নিয়ে ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে র্যাব রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরার দুটি শাখা বন্ধ করে দেয়। র্যাব আরও জানায়, রিজেন্টের উত্তরা শাখার লাইসেন্স ছিল রোগ নির্ণয় কেন্দ্রের। সেটিকে তারা শুধু হাসপাতাল হিসেবেই দেখায়নি, লাইসেন্সও নবায়ন করেনি।