করোনার সময়ে প্রায় আড়াই লাখ দলিল রেজিস্ট্রি
মহামারী করোনাকালীন সময়ে সাধারণ ছুটির পর (৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত) এক মাসে সারাদেশের সাব রেজিস্ট্রার অফিসগুলেতে ২ লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি হয়েছে। এই সময়ে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকা। বৃহস্পতিবার নিবন্ধন অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, সারা দেশের রেজিস্ট্রেশন অফিসগুলেতে এই সময়ে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ১৩ জন আরোগ্য লাভ করেছেন। একজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন। এখনও রেজিস্ট্রেশন বিভাগের বিভিন্ন অফিস থেকে আক্রান্তের খবর আসছে বলে জানানো হয়েছে।