‘আমি একটি পত্রিকার সম্পাদক, বেইজ্জতি করবেন না’

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ২১:২৯

বুধবার ভোর। ভারতে পালিয়ে যাচ্ছিলেন করোনার ভুয়া রিপোর্ট কাণ্ডের মূলহোতা সাহেদ করিম। প্রায় নয় দিন পর সাতক্ষীরা থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে সাহেদকে ঢাকায় আনতে র‌্যাবের হেলিকপ্টার উড়ে যায় সেখানে। সকাল নয়টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টার পুরাতন তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। এর আগে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে সাহেদের নিউজ কাভারেজের জন্য ঢাকায় কর্মরত সাংবাদিকদের ক্ষুদে বার্তা পাঠানো হয়। এরপরই সংবাদকর্মীরা সেখানে ছুটে যান।

হেলিকপ্টার থেকে সাহেদকে নামানোর স্থিরচিত্র ও ভিডিও ধারণ করতে থাকেন উপস্থিত সংবাদকর্মীরা। এসময় সাহেদ র‌্যাব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'আমি একটি পত্রিকার সম্পাদক, আমাকে বেইজ্জতি করবেন না। আমি টিভি টক শো করি। সাংবাদিকদের অনেক ছবি-ভিডিও দিছেন। এবার এখান থেকে আমাকে দ্রুত নিয়ে চলেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও