![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/07/15/125527Bail.jpg)
করোনাকালে শিশু নির্যাতন বন্ধে আইনি নোটিশ
করোনা পরিস্থিতির মধ্যে শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে সরকারকে। নোটিশটি পাঠিয়েছেন মানবাধিকার সংস্থা পপুলেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। গতকাল ১৪ জুলাই (মঙ্গলবার) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিবের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, আমাদের দেশে শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরও শিশুরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয় এবং স্বাভাবিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়।