সাহেদকে নিয়ে উত্তরায় ‘গোপন অফিসে’ র্যাবের অভিযান
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে নিয়ে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা থেকে ঢাকায় আনার পর সাহেদকে প্রথমে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিয়ে র্যাব উত্তরার ওই বাসায় যায়।
সিএইচএল বায়তুল এহসান নামের একটি বহুতল ভবনে র্যাব অভিযান চালাচ্ছে। ভবনটির পাঁচ তলায় সাহেদ করিমের একটি গোপন অফিস আছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ উপস্থিত সাংবাদিকদের বলেন, সাহেদ করিমের এই অফিস সম্পর্কে তাঁদের আগে জানা ছিল না। ভবনটির ভেতরে ও বাইরে র্যাবের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য উপস্থিত আছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে