এন্ড্রু কিশোরের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন বাদশা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১১:০৮
এন্ড্রু কিশোর শুধু বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নন, দেশের বাইরেও তুমুল জনপ্রিয় তিনি। প্লেব্যাক জগতে এক অনন্য নাম এন্ড্রু কিশোর। সব চেয়ে বেশি গানের প্লেব্যাক শিল্পী কিশোর। আমি মনে করি তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া প্রয়োজন। বুধবার এন্ড্রু কিশোরকে শেষ বিদায় জানাতে এসে কথাগুলো বলছিলেন রাজশাহী ২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা। প্রধানমন্ত্রীর কাছে প্রিয় এই শিল্পীর সংগীত জীবনের জন্য বিশেষ স্বীকৃতি চাইলেন তিনি। ফজলে হোসেন বাদশা বলেন, এন্ড্রু কিশোর গান গেয়ে জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। দেশে সব চেয়ে বেশি গানের প্লেব্যাক শিল্পী তিনি।