কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুতপ্ত ডা. সাবরিনা, নজরদারিতে প্রভাবশালী অনেকে

চ্যানেল আই ডিবি অফিস প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ০৮:১৯

প্রতারণার ফাঁদ পেতে করোনার ভুয়া সনদ দেয়ায় অভিযুক্ত ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে ডা. সাবরিনা আরিফ চৌধুরী গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপকর্মের জন্য অনুতপ্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি নিজের ইচ্ছায় ওসব অপকর্মে জড়াননি বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পুলিশ বলছে, সাবরিনার মোবাইলফোন জব্দ করা হয়েছে, সেখান থেকে করোনার সময় ভুয়া সনদ দিতে যেসব প্রভাবশালী ব্যক্তিরা সহযোগিতা করেছেন তাদের নজরদারিতে রাখছেন তারা। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে পুলিশ।

‘আমাকে ব্যবহার করা হয়েছে’-ডিবির জিজ্ঞাসাবাদে সাবরিনা রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে নিজেকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন ডা. সাবরিনা। মঙ্গলবার রাতে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, ‘ ডা. সাবরিনা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। তিনি নাকি নিজ থেকে এমন কাজ করতে চান নি। তাকে যারা এ কাজে সহযোগিতা করেছে তাদেরও গ্রেপ্তারের দাবি করেছেন সাবরিনা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত