![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3FimgPath%3D2019November%2Fcourt-20200715014119.jpg)
‘কমিশন’ ব্যবহার করতে পারবে না মানবাধিকার কমিশন
বেসরকারি মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনকে ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালত। ফলে, বেসরকারি সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দটি আর ব্যবহার করতে পারবে না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কমিশনের করা আপিল আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এমন নির্দেশ দিয়েছেন।