একটি মাস্ক ৬৫ ভাগ করোনা সংক্রমণের ঝুঁকি কমায়
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম থেকেই মুখে মাস্ক পরার তাগিদ দিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবার মাস্ক পরার সুফল নিয়ে নতুন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।
সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুখে মাস্ক পরলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি শতকরা ৬৫ ভাগ পর্যন্ত কমে যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাস্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।