‘করোনার প্রভাবে এইচআইভি-যক্ষ্মা-ম্যালেরিয়ায় মৃত্যু বাড়তে পারে’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১৭:৩৮
করোনাভাইরাস মহামারিতে ধুকতে থাকা দারিদ্র এবং মধ্যম-আয়ের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে এইচআইভি, যক্ষ্মা এবং ম্যালেরিয়াজনিত মৃত্যু বাড়তে পারে। করোনাভাইরাস মহামারির কারণে এসব রোগের চিকিৎসা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় মৃত্যু বৃদ্ধির এই আশঙ্কা নতুন এক গবেষণায় উঠে এসেছে।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের এই গবেষণা মডেলে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে এই তিনটি রোগে মানুষের প্রাণহানি বাড়তে পারে যথাক্রমে ১০, ২০ এবং ৩৬ শতাংশ হারে। করোনাভাইরাস মহামারি এই মৃত্যুর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।