‘ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী’, দুর্গম এলাকায় মিলল সেই পুরনো পত্রিকা
৩৩ বছর বয়সী টিমোথি মট্টিন ফ্রান্সের মঁ ব্ল পার্বত্য এলাকার একটি হিমবাহ অঞ্চলে এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পান, একগুচ্ছ কাগজ পড়ে আছে। একেবারে ভিজে গেছে কাগজগুলো। কী যেন মনে করে হাতে তুলে নিয়েছিলেন সেগুলো। তারপর বাড়ি ফিরে কাগজগুলো শুকনো করার কাজ শুরু করেন। সেগুলো শুকানোে পর দেখা যায় ভারতের এক ঐতিহাসিক দিনের খবরের কাগজ উদ্ধার করেছেন ১৩৫০ মিটার উচ্চতার এই রেস্টুরেন্ট মালিক। যে কাগজের প্রথম পাতার শিরোনাম ছিল, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। সঙ্গে বিরাট করে ইন্দিরা গান্ধীর ছবি। ১৯৬৬ সালে সংবাদপত্রের কাগজ উদ্ধার হয়েছে ফ্রান্সের এই পার্বত্য অঞ্চল থেকে। ন্যাশনাল হেরাল্ড ও ইকোনমিক টাইমসের কয়েক ডজন কপি পাওয়া গেছে বরফ ঢাকা অঞ্চলে।