অল্প খরচ ও কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবের চরাঞ্চলের কৃষকদের আগ্রহ বাড়ছে মিষ্টি আলু আবাদে। ফলে মেঘনার বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই মিষ্টি আলুর চাষ। চরের বালুমাটির জমি বছরের ছয় মাস পানিতে তলিয়ে থাকে। এছাড়া অন্যান্য ফসলও ভালো না হওয়ায় এক সময় পতিত পড়ে থাকত। কিন্তু বর্তমানে ওইসব এলাকার কৃষক মিষ্টি আলু চাষ করে মুনাফা ঘরে তুলতে পারায় বেশ খুশি। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মিষ্টি আলুর আবাদ। মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চল ভৈরবের আগানগরের লুন্দিয়াচর ও টুকচানপুরসহ বিভিন্ন এলাকায় বর্তমানে মিষ্টি আলুর আবাদ হচ্ছে। আর উৎপাদিত আলুর বাজার মূল্য ভালো হওয়ায় দিন দিন বাড়ছে আলুর
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.