ভারতীয় চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার নেপালে
ভারতের বেসরকারি সংবাদ চ্যানেলগুলোর ওপর থেকে আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল নেপাল। গতকাল সোমবার নেপালের কেবল টেলিভিশন অপারেটরদের পক্ষ থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়। নেপাল টেলিভিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ধ্রুব শর্মা সাংবাদিকদের জানান, এক বৈঠকে ভারতের বেসরকারি সংবাদ চ্যানেলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে, কয়েকটি নির্দিষ্ট ভারতীয় সংবাদ চ্যানেলের ওপর এই নিষেধাজ্ঞা আগের মতোই কার্যকর থাকবে। তিনি আরো বলেন, কয়েকটি চ্যানেল এখনো আপত্তিজনক খবর সম্প্রচার করে যাচ্ছে। সেগুলো নেপালে নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.